২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

জনসমাগম সীমিত করার সুপারিশ পরামর্শক কমিটির

Advertisement

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে বাংলাদেশের যাত্রী আসা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রবিবার কমিটির ৪৮তম সভায় বিশদ আলোচনার পর এই পরামর্শ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বিভিন্ন সমাবেশে (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) জনসমাগম সীমিত করার সুপারিশের কথাও জানিয়েছে কমিটি।

পরামর্শক কমিটি বলছে, ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছে। এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

এছাড়া পরামর্শক কমিটির অন্যান্য সুপারিশের মধ্যে আছে, কোনও ব্যক্তির এসব দেশে ভ্রমণের বিগত ১৪ দিনের ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড পজিটিভ হলে আইসোলেশন করতে হবে।

প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও করোনার পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement