২৮ মার্চ, ২০২৫, শুক্রবার

একসঙ্গে দুইজোড়া জমজের বিয়ে, ছবি ভাইরাল

Advertisement

জমজ দুই ভাই দেখতে একই রকম। জমজ দুই বোনও তাই। আর এই দুই জোড়া জমজের ঘটা করে বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়েছে। মঙ্গলবার ফেসবুকে বিয়ের ছবি ভাইরাল হলে সবাই তাদের অভিনন্দন জানান।

এর আগে গত বৃহস্পতিবার কঠোর লকডাউনের মধ্যেই এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।

যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন।

জানা গেছে, উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

যমজ বোনের আত্মীয় রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। এর পর সব কিছু মিলে গেলে গত বৃহস্পতিবার কঠোর লকডাউনের মধ্যে এক লাখ টাকা করে কাবিনে সীমিত পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement