চলছে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনের ভোট। আজ ১৫ জুন সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।