করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রেখেছে। পাসপোর্ট অধিদপ্তর জানা, শুধুমাত্র জরুরি, অতীব জরুরি ক্যাটাগরিতে (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে। তাছাড়াও গুরুত্বপূর্ণ (ভিআইপি, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব) ব্যক্তিদের ছাড়া এখন আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে না।
৫ আগস্ট পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে বলে জানায় পাসপোর্ট অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী তিনি বলেন, সরকারি বিধিনিষেধে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত পরিসরে চলছে পাসপোর্ট অধিদপ্তরের কার্যাবলী। এমতাবস্থায় শুধুমাত্র জরুরি ভিত্তিতে ফি জমা দেওয়া আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির কাজও চলছে।
পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে ঈদের আগে একটি অফিস আদেশ জারি করে। সেই আদেশে উল্লেখ করা হয়, অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সব শাখার দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। অধিদপ্তরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। রাজধানীর উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও ব্যাসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। তবে পাশাপাশি অন্য সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে