৭ ডিসেম্বর, ২০২৩, বৃহস্পতিবার

‘এশিয়ার ব্র্যাডম্যান’ জহির আব্বাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

Advertisement

খেলোয়াড়ি জীবনে তার রান করার ক্ষমতা ছিল প্রশ্নাতীত। একমাত্র এশিয়ান ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি ছিল তার। সে কারণে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ উপাধিও পেয়ে গিয়েছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান জহির আব্বাস। পাকিস্তানের অধিনায়ক ছিলেন, খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন আইসিসি সভাপতিও। সেই জহির আব্বাস এখন রীতিমতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

জহিরের পরিবারের সূত্র ধরে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর। জিও নিউজ জানাচ্ছে, ইংল্যান্ডের রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে আছেন তিনি। তাকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা বিভাগে।

৭৪ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন দিন আগে। তখনই তাকে নিতে হয়েছিল অক্সিজেনের সাহায্য। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে, পাকিস্তান থেকে দুবাই যাচ্ছিলেন জহির। যাত্রাপথে দুবাইতে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর লন্ডনে পৌঁছানোর পর তার কিডনি ব্যথা শুরু হয়। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।

পারিবারিক সূত্র জানাচ্ছে, কিডনির সমস্যার কারণে বর্তমানে তার ডায়ালাইসিস করানো হচ্ছে। আর এখন ডাক্তাররা তাকে কারো সঙ্গে দেখা করারও অনুমতি দিচ্ছেন না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement