আগামীকাল অর্থাৎ রোববার থেকে আগস্ট মাসের শেষদিন পর্যন্ত নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তারা কালোব্যাজ ধারণের জন্য নির্দেশিত হয়েছেন। জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রধান বিচারপতির আদেশক্রমে এমন বিজ্ঞপ্তি দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আকবর আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হবে। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সারাদেশের অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং সহায়ক কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করবেন।
শোকের মাসে নিম্ন আদালতে কালোব্যাজ

Advertisement
Advertisement