তালেবানরা আফগানিস্তান দখল করার পর থেকেই আতঙ্কে রয়েছে সেখানকার সাধারণ মানুষেরা। একদিন আগেই দেশটি থেকে পালাতে গিয়ে প্লেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এবার দেশের আরেক খেলোয়াড় পালিয়ে গেলেন প্রাণ বাঁচাতে। রিও আর টোকিও অলিম্পিকে দেশটির পতাকা বহন করা নারী অ্যাথলেট কামিয়া ইউসুফিও দেশ ছেড়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আফগান অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ পেমান। আমেরিকান সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, কামিয়া পালিয়ে গেছেন ইরানে। ১৯৯৬ সালে এই নারী জন্ম নিয়েছিলেন ইরানে।
এর আগে ১৩ বছর বয়সেই অলিম্পিক স্প্রিন্টার শুরু করেন এই নারী অ্যাথলেট। তবে সেসময় তার কোন দেশের পরিচয় ছিলো না।