১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

জামালদের মিশন শুরু আজ

Advertisement

সাফের প্রস্তুতি সারতে বাংলাদেশ দল এখন রয়েছে কিরগিজস্থানে, সেখানে জামালরা খেলবে একটি ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কিরগিজস্তানের বিশকেক জাতীয় স্টেডিয়ামে ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল সবুজরা।

ম্যাচের আগেরদিন তাই নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন ডেমির শীর্ষরা। এই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের কোচ জেমি বলেন,‘ফিলিস্তিন অত্যন্ত ভালো দল। কিরগিজস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ দেখেছি। ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের সাফ প্রস্তুতিতে সহায়ক হবে।’

বাংলাদেশ দলে দুই বিদেশী সহ যে চার নতুন ফুটবলার রয়েছে তাদের অভিষেক হবে কিনা সেই প্রশ্নে জেমি বলেন, ‘অবশ্যই নতুনদের খেলার সুযোগ দেয়া হবে। নতুনরা প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।’

প্রতিপক্ষ ফিলিস্তিনকে ঠিক কিভাবে সামলাবে জামালরা সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। বলেছেন ‘ফিলিস্তিন শক্তিশালী দল। তারা সেটপিস ভালো। কোচের সঙ্গে এ নিয়ে আলাপ করছি। এই টুর্নামেন্টে নতুন কৌশল প্রয়োগের চেষ্টা করব। ভালো হলে কন্টিনিউ করব।

ট্রাইনেশন সিরিজের প্রতিটি ম্যাচই জামালদের জন্য কতটা গুরুত্বপূর্ন সেটা গণমাধ্যমে সেটাই জানিয়েছেন জামাল, তিনি বলেন, ‘সামনেই সাফ খুব বেশি সময় নাই। কোন জায়গায় উন্নতি করতে হবে এগুলো এই ম্যাচগুলো শেষে বোঝা যাবে। আমরা সব খেলোয়াড় ফিট রয়েছি।

এখন পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে বাংলাদেশ। এএফসি কাপে ড্র করেছে একমাত্র ম্যাচটি। সেটাও আবার ২০০৬ সালে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement