জার্মান কাপে ১২-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ব্রেমারের বিপক্ষে বায়ার্ন এই জয় পায় জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচে। রবার্ট লেভানদোস্কি ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকাদের ছাড়া্তই প্ররতিপক্কাষেকে গোলবন্যায় ভাসিয়েছেন তারা। বায়ার্নের হয়ে একাই চারটি গোল করেন এরিক চোপো মটিং। দুটি গোল করেন জামাল মুসিয়ালা।
একটি করে স্কোর করেছেন তিলম্যান, লিরয় সানে, কুইসেন্স, বুনা সার, তুলিসো। এক গোল হয় আত্মঘাতী। এই ম্যাচে ৭২ শতাংশ সময় বল ছিলো বায়ার্নের পায়ে।