পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে বুধবার তিনদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করে পুলিশ। এ সময় তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ দিন আরো পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। জিমির আইনজীবীও জামিন প্রার্থনা করেন।
জিমির আইনজীবী মোঃ খলিলুর রহমান একই মাদক মামলায় বারবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আবার রাষ্ট্রপক্ষে জি.আর শাখার পুলিশ কর্মকর্তা বলেন যে শহরের নানা জায়গায় জিমির লোক ও মাদক খুঁজে বের করতে রিমান্ডের প্রয়োজন।
তবে মহানগর হাকিম বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জিমিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৬ আগস্ট জিমিকে গুলশান থেকে আটক করে পুলিশ। পরে গুলশান থানায় মাদকের মামলা হয় জিমির বিরুদ্ধে। পরদিন জিমিকে আদালতে উপস্থাপন করে পুলিশ। ওইদিনই জিমির তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়।