১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

জুভেন্তাসকে রুখে দিলো এম্পলি

Advertisement

পুঁচকে এম্পলির বিপক্ষে হেরে বসেছে জুভেন্টাস। এর আগের ম্যাচেও ক্রিস্চানিও রোনালদো ছিলো না, তবে আজকের ম্যাচে ছিলো না কারণ অফিসিয়ালি সে ম্যাচইউতে চলে গেছেন, তাতেই বড় ধাক্কা খেলো জুভেন্তাস। শেষ পর্যন্ত এম্পোলির কাছে ১-০ গোলে হেরেই বসে তারা।

রাতে, ম্যাচের ২১ মিনিটে লিওনার্দো মানকুসোর স্কোরে এগিয়ে য়ায় দলটি। পিছিয়ে পড়া জুভেন্টাসের রক্ষণকে ম্যাচ জুড়েই ব্যাস্ত রেখেছে তারা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি জুভেন্টাসের। গোল শোধ করতেও ব্যর্থ হয় তারা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

পয়েন্ট টেবিরের শীর্ষে থাকা ইন্টারমিলানের সাথে জুভেন্তাসের পার্থক্য এখন ৫ পয়েন্টের। তবে ২০১৫-১৬ মৌসুমে লিগের শুরুতে টানা দুই ম্যাচ হেরেও শেস পর্যন্ত শিরোপা জিতেছিলো জুভেন্টাস।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement