১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার

জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণ, কারণ ও প্রতিকার

Advertisement

দেশে করোনা আক্রান্তের সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। একই সাথে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। তবে ডেঙ্গুর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া সম্ভব। তাই জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো, কারণ ও প্রতিকার সম্পর্কে।

ডেঙ্গু জ্বরের লক্ষণঃ
১। শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বেড়ে যাবে।
২। শরীরে ছোট ছোট দাগ দেখা দিতে পারে।
৩। জ্বর ও মাথা ব্যথা থাকবে।
৪। চোখের আশপাশে ব্যথা শুরু হবে।
৫। পেশী আর হাড়ের জোড়ায় ব্যথা হবে।
৬। বমি বমি ভাব, খিদে না পাওয়া।
৭। অসুস্থের তিন-চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ দেখা দিতে পারে।

যাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকেঃ
অস্বাস্থ্যকর পরিবেশে মশার উপদ্রব বৃদ্ধি পায়। মশার বিরুদ্ধে প্রতিরোধ না নিয়ে অবহেলা করে থাকলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও আরও বেশ কিছু কারণ থাকে সহজেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার।
পূর্বে যাদের ডেঙ্গু হয়েছিল; রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম; প্লেটলেট কাউন্ট যাদের কম- তাদের ঝুঁকি বেশি থাকে।

ডেঙ্গু শনাক্ত করার উপায়ঃ
ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করান। এগুলো হলো-
১। ব্লাড কাউন্ট টেস্ট
২। এলিজা টেস্ট
৩। পিসিআর টেস্ট

ডেঙ্গু হলে যা করবেনঃ
ডেঙ্গুর উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাথমিক ভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। এগুলো হলো-
১। প্রচুর পরিমাণে পানি পান করুন।
২। প্যারাসিটামল খেয়ে নিন।
৩। চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলবেন।

ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য করনীয়ঃ
মশা ডিম যেন না পাড়ে, তাই জমে থাকা পানি ফেলে দিন। দিনে মশারিতে দিয়ে রাখুন, ফুল হাতা জামা পরুন, মশার কয়েল জ্বালিয়ে রাখুন। একবার যাদের ডেঙ্গু হয়েছে, তাদের পুনরায় সংক্রমণের সম্ভাবনা থাকে যায়। তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement