১৮ মার্চ, ২০২৫, মঙ্গলবার

জয়যাত্রা টিভি ও জয়যাত্রা ফাউণ্ডেশনে র‌্যাবের অভিযান

Advertisement

রাজধানীর মিরপুরে জয়যাত্রা ফাউণ্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার এসব প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়। জয়যাত্রা ফাউণ্ডেশন ও জয়যাত্রা টিভির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।

এমনকি আইপি টেলিভিশন চালালেও সরকারি অনুমোদন ছাড়াই অবৈধ উপায়ে দেশের বিভিন্ন জেলায় স্যাটেলাইট ডাউনলিংকের মাধ্যমে ডিশ লাইনে চালানোরও অভিযোগ রয়েছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। এছাড়া টিভিতে প্রতিনিধি নিয়োগ থেকে শুরু করে সংবাদ প্রচারে প্রতিনিধিদের কাছ থেকে টাকা আদায় এবং জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আছে জয়যাত্রা টিভির অপেশাদার তথাকথিত কিছু প্রতিনিধির নামে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত একটার পর এ অভিযান শুরু হয় বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

এর আগে, রাত ১২টার পর গুলশান ২ এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা, চাকু ও হরিণের চামড়া জব্দ করা হয়। পরে তাকে র‍্যাব সদরদফতরে নেওয়া হয়।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement