পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়াকে হারানোর একদিন পরে টাইগারদের শুভেচ্ছা জানালো বিএনপি। বৃহস্পতিবার দুপুরে, দলটির কেন্দ্রীয় দফতরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির পক্ষে টাইগারদের অভিনন্দন জানিয়ে পত্র পাঠায় গণমাধ্যমে। তার পাঠানো অভিনন্দন বার্তায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি।
মির্জ ফকরুল আরও বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ধারাবাহিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যক্তিগত ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তিনি বলেন সামনের ম্যাচ গুলোতেও এই সাফল্য ধরে রাখবে টাইগাররা এমটাই প্রত্যাশা করছি আমরা।