১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১২২ রান

Advertisement

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১২০ রান। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে স্কোর বোর্ডে ১২১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

সন্ধ্যায় টস হেরে ফিল্ডিং করতে নেমে গত ম্যাচের মত এবারও অজিদের প্রথম উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান। অজি অপেনার ক্যারিকে তিনি ফেরান ১১ রানে। দলীয় ৩২ রানে জস ফিলিপসকে ফিরিয়ে অজিদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশের বোলাররা। এর পরে দলীয় ৮৮ রানে হ্যানরিককে সাকিব যখন ফেরান তার আগে ম্যার্চের সাথে ৫৭ রানের জুটি গড়েছিলেন তিনি। পরে দলীয় ৯৯ ও ব্যক্তিগত ৪৫ রানে ম্যার্চকে ফিরিয়ে ম্যাচ অজি ব্যাটারদের চেপে ধরেন শরিফুল।

এর পরে আর কোন ব্যাটারই টাইগার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতীতে উইকেট তুলে নিয়ে আজিদের রানের চাকা আটকে ফেলে ১১৯ রানে। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২১ আর বাংলাদেশের জয়ের টার্গেট ১২২। দেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আর শরিফুল নেন দুই উইকেট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement