২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

জয় দিয়েই একাডেমী কাপ ফুটবল শুরু করলো নাটোর

Advertisement

বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর আয়োজনে ৩য় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশ সেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১’। আজ রোববার পঞ্চম দিনের প্রথম এবং নিজেদেরও প্রথম ম্যাচে ফুটবল একাডেমী নাটোর ৩-২ গোলে সুইহলামং ফুটবল একাডেমীকে পরাজিত করে। দুই ম্যাচই হারায় সুইহলামংয় ফুটবল একাডেমী টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ফুটবল একাডেমী নাটোরের মো. রাকিবর হোসেন ২ টি ও মো. ওমর ফারুক ১ টি গোল করেন। সুইহলামং ফুটবল একাডেমীর আনখাইচিং মারমা ও চিংবাই মারমা ১ টি করে গোল শোধ করেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন ফুটবল একাডেমী নাটোরের মো. রাকিবর হোসেন। দিনের দ্বিতীয় ম্যাচে ভৈরব ফুটবল একাডেমী ও ইপিলিয়ন ফুটবল একাডেমী ২-২ গোলে ড্র করে।

নারায়ণগঞ্জের ইপিলিয়ন ফুটবল একাডেমীর সিহাব হোসেন খান ১৬ ও ৪৮ মিনিটে ২টি গোলই করেন। ভৈরব ফুটবল একাডেমীর তাফসির ও ২ টি গোল করে দলকে ড্র উপহার দেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইপিলিয়ন ফুটবল একাডেমীর সিহাব হোসেন খান।

ম্যানেজারের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, এবং সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন মুগদা থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন মীর পিপিএম। বাংলাদেশের ফুটবল সাপোর্টাস ফোরামের দুইজন সদস্যের জন্মদিনের কেকও কাটেন অতিথিরা।

বাফুফে থেকে সবগুলো ম্যাচ পর্যালোচনা এবং ম্যাচ সেরা নির্বাচন করার জন্য একটি প্রতিনিধি দল উপস্থিত থাকেন। এই কমিটির সদস্য হিসেবে আছেন বাফুফের কোচ- আবুল হোসেন, বিপ্লব ভ্রট্টাচার্য্য ও জনি।

সারাদেশ হতে অংশগ্রহনকারী ১২টি ফুটবল একাডেমী দল নিয়ে ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিন ব্যাপী এ টুর্নামেন্ট। গত দুই আসরের ২৪ দলকে বাদ দিয়ে সারা দেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement