পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১০৫ রানের জয়ের লক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। গেল তিন ম্যাচে ব্যার্থ হওয়া সৌম্য আজও হয়েছেন ব্যর্থ।
হ্যাজেল উডের বরে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর পরে তার পথেই হেঁটেছেন, সাকিব,নাইম, রিয়াদ আফিফ শামীম ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় মাত্র রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।