টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের জন্য বিশাল টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে মাদাভারের ৫৪ আর চাকাভার ২২ বলে ৪৮ রানে ভর করে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে। টাইগারদের হয়ে সৌম্য সরকার নিয়েছেন দুই উইকেট। অলরাউন্ডার সাইফউদ্দিন ৪ ওভার বল করে দিয়েছেন ৫০ রান।
জবাবে, ১৯৪ রানরের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এর আগে প্রথম টি টোয়েন্টিতে টাইগাররা ৮ উইকেটের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে ২৩ রানে। এই ম্যাচে জিমতে না পারলে ট্রফি হাতছাড়া হবে বাংলাদেশের।