১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা, সব ঠিক থাকলে নিউজিল্যান্ড ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। তার আগেই দুই দিনের হোম কোয়ারেন্টাইন শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল।
নিউজিল্যান্ড সিরিজে যারা স্কোয়াডে রয়েছেন তারা আজ থেকেই কোয়ারেন্টাইন শুরু করেছেন। সোমবার ও মঙ্গলবার তারা হোম এ সময় তাদের ঘর থেকে বের হওয়ার ব্যপারে কড়া নির্দেশ অরোপ করেছে বিসিবি। আজ ও কাল এই দুই দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। পরশু থেকে তারা প্রবেশ করবে টিম হোটেলে।
পরিবারের সাথে ছুটি কাটিয়ে (মঙ্গলবার) যুক্তরাষ্ট্র থেকে সিরিজ খেলতে দেশে ফিরবেন সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।