১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

বীরের বেশে দেশে ফিরল টাইগাররা

Advertisement

জিম্বাবুয়েতে এক সফল মিশন শেষ করে রাজ্যজয়ী বীরের বেশে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে জাতীয় দলের বহর।

৮ বছর পর জিম্বাবুয়েতে গিয়ে দারুণ একটি সফর কাটিয়েছে বাংলাদেশ দল। মুমিনুল হকের নেতৃত্বে একমাত্র টেস্টে উড়িয়ে দেয় স্বাগতিক জিম্বাবুয়েকে। এরপর তামিম ইকবালের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। শেষে মাহমুদউল্লাহর নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

দেশে ফিরেও অবশ্য বাড়ি যাওয়া হয়নি ক্রিকেটারদের। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে গেছেন সাকিব-মোস্তাফিজরা। আজ থেকেই তাদের আরেকটি ‘বন্দি জীবন’ শুরু হচ্ছে। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এজন্যই কোয়ারেন্টিন ও বায়ো বাবলে থাকা।

মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায় টিম হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশ্যে টিম বাসে শুরু হয় যাত্রা।
তারপর জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই ঘণ্টার ওই ভ্রমণ শেষে ৪ ঘণ্টার বিরতি। তারপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে টাইগারররা এবং বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছে।

আবার কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে টিম বাংলাদেশ।

মুমিনুল হকের নেতৃত্বে এক ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা জিতেছে ২-১ ব্যবধানে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement