২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

টানা জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ফুটবল একাডেমী দিরাই

Advertisement

বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর আয়োজনে ৩য় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশ সেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১’।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সুনামগঞ্জের ফুটবল একাডেমি দিরাই ১-০ গোলে কুড়িগ্রামের ফুলবাড়ী ফুটবল ফাইটার্সকে পরাজিত করে। দলের হয়ে জয়ের গোলটি করেন আকাশ।

এ ম্যাচে ফুলবাড়িয়ার একজন ও দিরাইয়ের তিনজকে হলুদ কার্ড দেখানো হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যাচের একমাত্র গোলদাতা আকাশ।
টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুনামগঞ্জের একাডেমীটি।
সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন কনক রায়।

ম্যাচের ৭৮ মিনিটে ও ৯৪ মিনিটে প্যানালটিতে আতিক হাসানের দুই গোলে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে মো. আব্দুল হালিম একাডেমী।
এ ম্যাচে লাল কার্ডের দেখা পান মোহামেডান ফুটবল একাডেমীর আরমান কবির
ম্যাচের জয়ী দুই গোল দেয়া আতিক হাসান ম্যাচ সেরার পুরস্কার পান।

সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল বারী মানিক। সারাদেশ হতে অংশগ্রহনকারী ১২টি ফুটবল একাডেমী দল নিয়ে আজ ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিন ব্যাপী এ টুর্নামেন্ট। গত দুই আসরের ২৪ দলকে বাদ দিয়ে সারা দেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement