টানা দ্বিতীয়বারের মত অলিম্পিকে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। টোকিওতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে সোনার পদক আবারও নিজেদের ঘরে তুললো তারা।
শনিবার টোকিওর নিশান স্টেডিয়ামে জমজমাট এক লড়াই হয়েছিলো স্পেন ও ব্রাজিলের মধ্যে। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় চুনহার স্কোরে এগিয়ে যায় ব্রাজিল। ৬১ মিনিটে ওইয়ারজাবালের স্কোরে ১-১ এ সমতায় ফেরে স্পেন।
ম্যাচের বাকি সময় হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু গোলের দেখা পায়নি কোন দল। শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটের খেলার, ৯ মিনিটের মাথায় বদলি খেলোয়ার ম্যালকমের স্কোরেই টানা দ্বিতীয়বারের মত অলিম্পিকে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।