জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ইদুনা পার্কে, বরুশিয়া ডটমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দিলো এই ম্যাচে জোড়া গোল করা লেভানদোস্কি।
রাতে, ম্যাচের প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। কিন্তু ৪১ মিনিটে মিউনিখকে আনন্দের উপলক্ষ্য এনে দেন লেভানদোস্কি। তার স্কোরেই ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মান জায়েন্টরা। দ্বিতীয়ার্ধের শুরুতে টমাস মুলারের স্কোরে আবারও এগিয়ে যায় বায়ার্ন।
তবে ৬৪ মিনিটে মার্কোর স্কোরে যুদ্ধে ফেরার আভাস দেয় বরুশিয়া ডটমুন্ড। কিন্তু তাদের সেই স্বপ্নকে উড়িয়ে দিয়ে ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মাতান লেভানদোস্কি। আর এই জয়ে রেকর্ড নবম শিরোপাও ঘরে তোলে নাগেলসমানের শিষ্যরা।