সপ্তাহের শেষ কার্যদিবস আজ। এদিন বড় দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ২২১ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও। এদিন ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এই নিয়ে পুঁজিবাজারে টানা পাঁচ দিন দরপতন হলো।
এ নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সোনালী ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করায় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে। ফলে বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এখন পুঁজিবাজার নিয়ে মুখোমুখি অবস্থান করছে বলে বিনিয়োগকারীদের মধ্যে বার্তা পৌঁছেছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংকের শেয়ার বিক্রি করে দিচ্ছে। আর তাতে আবারও দরপতনের বৃত্তে আটকা পড়েছে পুঁজিবাজার।
এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র পরিচালক শাকিল রিজভী বলেন, এটা মূল্যসংশোধন নয়, দরপতন। আরও দরপতন হতে পারে এই ভয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তবে বুদ্ধিমান বিনিয়োগকারীরা শেয়ার কিনছেন।
তিনি বলেন, আমি মনে করি- পুঁজিবাজারে এখনই বিনিয়োগের সময়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ সূচকে আগের দিনের চেয়ে কমেছে ২৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক,প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে ২০ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৩৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬০ লাখ ৪ হাজার ৮১০ টাকা।