১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকে

Advertisement

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করতে সারাদেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। তবে আজ শনিবার (৭ আগস্ট) ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন প্রদানের ক্যাম্পেইনে অনেকেই টিকা পাননি বলে অভিযোগ জানিয়েছে।

আজ শনিবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
প্রত্যেক কেন্দ্র নির্দিষ্ট সংখ্যক টিকা প্রদান করায় অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকা নিতে পারেননি বলে অভিযোগ জানিয়েছেন। আবার যারা সকাল সকাল প্রথম লাইনে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেকেই টিকা নিতে পেরেছেন বলে স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে আবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিচালিত হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। আজ এই ক্যাম্পে ৩৫০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। তবে বিদ্যালয়টির বাইরে অনেক বেশি মানুষের ভিড় দেখা গেছে। ভিতরে ৩৫০ জন প্রবেশ করানো পর বাইরে সিরিয়ালে আরও যারা দাঁড়িয়েছিলেন তাদের বলা হয় আজকের মতো সিরিয়াল শেষ, এখন আর কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এ কথা শুনে তখন বাহিরে লাইনে দাঁড়ানো অপেক্ষমাণ টিকা গ্রহীতা ফিরে যান।

ফিরে যাওয়াদের একজন বলেন, আজ সকাল থেকে জাতীয় পরিচয়পত্রসহ লাইনে এসে দাঁড়িয়েছি, এতক্ষণ রোদের মধ্যে অপেক্ষা করলাম। এত সময় দাঁড়িয়ে থাকার পর এখন জানানো হচ্ছে আজকের মতো টিকা শেষ। আবার আগামীকাল আসেন। তাহলে আমাকে কেন এত সময় অপেক্ষা করতে হলো?

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি বলেন, আজ এখানে ৩৫০ জনকে টিকা দেওয়া হচ্ছে। তবে যাদের বয়স ৫০ এর বেশি আমরা তাদের প্রাধান্য দিচ্ছি। আবার নিবন্ধন করানোর জন্য স্বেচ্ছাসেবী আছেন, হেল্প সেন্টার আছে। বাইরে থেকে দীর্ঘ লাইন ধরে যারা ভিতরে আসছেন তাদের টিকা প্রদান করছি। ৫০ বছরের বেশি বয়সীদের আমারা আজ টিকা দিচ্ছি, তাই যারা আগে এসেছেন তাদের দেওয়া হচ্ছে। এভাবে আমরা এটা আরও কয়েকদিন করব, আশা করছি ইনশাআল্লাহ সবাই টিকা পাবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement