উইন্ডিজ সফর শেষে আজ (বৃহস্পতিবার) বিকেলে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল সাড়ে চারটার দিকে হজরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে জৈব সুরক্ষায় প্রবেশ করবে অস্ট্রেলিয়া। আগামী তিন আগস্ট থকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে জিম্বাবুয়ে সিরিজ শেষে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে একই হোটেলে জৈবসুরক্ষা বলয়ে প্রবেশ করবে টাইগাররা। ইনজুরির কারণে তামিম ইকবাল খান এই সিরিজে খেলতে পারছেন না।
মুশফিকুর রহিম করোনা আক্রন্ত বাবা মায়ের পাশে থাকতে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরায় জৈব সুরক্ষা বলায়ের বাইরে চলে আসে। ফলে তাকে দলে রাখতে পারছে না বাংলাদেশ, কারণ এতে আপত্তি জানিয়েছে অস্ট্রেলিয়া। আর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে ছুটি চেয়েছেন লিটন কুমার দাস। এই তিন সিনিয়র ক্রিকেটার ছাড়াই অজিদের বিপক্ষে মাঠে নামতে হবে ক্রিকেটারদের।
এছাড়া অস্ট্রেলিয়াও আসছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই। এর মধ্যে অন্যতম দলের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। উইন্ডিজ সফরে হুট করেই ইনজুরিতে পড়ে তিনে ফিরে গেছেন দেশে।