ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের দাপটের কথা জানে ক্রিকেট বিশ্ব তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফর্মেন্স খুব বেশি সুবিধার নয়। বিশ্বক্রিকেটে এই ফরমেটে বাংলাদেশের স্থান ১০ নম্বরে। মাঝে মধ্যে আফগানিস্তানের মত দলগুলোর সাথে হেরে বসে টাইগাররা। কিন্তু বাংলাদেশ টি-টোয়েন্টিতে খারাপ দল এটি শুনতে নারাজ বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ (রোববার) প্রথম দিনের অনুশীলন শেষে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানালেন, বাংলাদেশ মোটেও খারাপ দল নয়, সাকিবদের দল নিয়ে নেতিবাচক কথা শুনতে তার একদমই ভালো লাগে না। তিনি এসব কথা শুনে বেশ হতাশ হন।
ডমিঙ্গো আরও বলেন, বাংলাদেশ দল নিয়ে ক্রমাগত নেতিবাচক কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। বাজে কথা শুনলে আমি হতাশ হয়ে যাই। আমাদের দলে দারুণ কিছু ক্রিকেটারর রয়েছে যারা মুহূর্তেই ম্যাচের পরিস্থিতি পরিবর্তণ করে দিতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা টি-টোয়েন্টি ফরমেটে বেশ ভালো দল।
ডোমিঙ্গ বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কথাই চিন্তা করেন? ওখানে ছেলেরা দারুন খেলেছে। আমি প্রত্যাশা করছি অজিদের বিপক্ষে আমরা ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবো।