টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার সহিসেবে ১০০ উইকেট ও ১০০০ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। চতুর্থ ম্যাচে ৪ ওভারে ৫০ রান ও এক ওভারে ৫টি ছয় খেয়ে সমালোচনায় পড়েছিলেন সাকিব আর হাসান। কিন্তু পঞ্চম ম্যাচে সাকিব ফিরলেন রাজার রুপে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে আরও একবার নতুন করে বাংলাদেশকে চেনালেন তিনি।
সিরিজের শেষ ম্যাচে নিজের প্রথম ওভারে অজি ক্যপ্টেন ওয়েডকে বোল্ড করে টি-টোয়েন্টি ফরমেটে ৯৯ উইকেট শিকার করেন সাকিব। পরের ওভারে মাহমুদউল্লাহ যখন টার্নারের ক্যাচটি হাতে জমান তখনই সাকিবের নামের পাশে যুক্তহয় নতুন মাত্রা। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেট নিয়ে সাকিব আবারও প্রমাণ করেন নিজের যোগ্যতা। বিশ্ব ক্রিকেটেএই ফরমেটে ১০০ উইকেট শিকার করার রেকর্ড রয়েছে শুধুই শীলঙ্কার লাসিথ মালিঙ্গার। লঙ্কান এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ মোট ১৭১৮ রান। আর বল হাতে তিনি শিকার করেছেন ১০২টি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৯ রানে নেন ৪ উইকেট। ব্যাট হাতে করেন ২০ বলে ১১ রান।