২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

টি-টোয়েন্টি দিয়ে লিটনের পারফরমেন্স বিচার করতে চাননা মুমিনুল

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। তাকে নিয়েই টেস্ট দল সাজিয়েছে বাংলাদেশে। লিটনের টি-টোয়েন্টির পারফরমেন্স কোন ভাবেই টেস্টে প্রভাব ফেলবে না বলে মনে করেন টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক। তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, টি-টোয়েন্টি আর টেস্টে অনেক পার্থক্য আছে। আপনি যদি বারবার টেস্টে টি-টোয়েন্টির প্রসঙ্গ নিয়ে আসেন আমার জন্য উত্তর দেওয়া কঠিন হবে। আমার কাছে মনে হয় ও নিজেই ওভারকাম করে ফেলেছে।

মুমিনুল মনে করছেন, যেহেতু লিটনের টেস্ট পরিসংখ্যান ভালো সেক্ষেত্রে তাকে টেস্ট দিয়েই বিচার করতে হবে এখানে টি-টোয়েন্টিতে তিনি কি করলো তা নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। তিনি বলেন, ‘গত এক বছরে ওর টেস্ট ক্যারিয়ার দেখুন, ৪৫-৫০ এর মত গড়। আমার মনে হয় না বিশ্বকাপের পারফরম্যান্স ওর ওপর কোনো প্রভাব ফেলবে। দলের সবাই ওকে সাপোর্ট করছে। মানসিকভাবে চাঙ্গা আছে।’

লিটনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে একদমই ভাবছে না, বিশ্বকাপে টি-টোয়েন্টি খেলা ছিল, আর এটা টেস্ট। পুরো ভিন্ন ফরম্যাট। তাই এটা নিয়ে আমি চিন্তা করছি না। টেস্ট আর টি-টোয়েন্টির ওপেনাররা পুরোপুরি ভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন।

মুমিনুল বিশ্বাস করেন এখন লিটনের সময়টা বেশ খারাপ যাচ্ছে তাই তার সাথে এমন হচ্ছে, মুমিনুল বলছেন, মুমিনুলের বিশ্বাস, বাংলাদেশ এই দুঃসময় দ্রুতই কাটিয়ে উঠবে। সমালোচকদের মুখ বন্ধ করার সাধ্য নেই, মুমিনুল তাই সতীর্থদের আহ্বান জানালেন কান বন্ধের!

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement