বিশ্বকাপ জিতবে বাংলাদেশ এমন কথা উচ্চারণ করতে হলে বেশ সাহসের প্রয়োজন, সেই দঃসাহসী কথাই বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হার্শেল গিবস। তার মতে এই বিশ্বকাপ নাকি বাংলাদেশেরও জেতার সম্ভবনা রয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যেভাবে খেলেছে বাংলাদেশ তার উপর নির্ভব করেই তিনি এমন কথা উচ্চারণ করার দঃসাহস দেখিয়েছেন।
ক্রিকেট ভিত্তিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাতকারে গিবস বলেন, এই মুহূর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার সম্ভবনা রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের।তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আপনি ফেলে দিতে পারেন না। ট্রফি জয়ের দৌড়ে তারাও লড়বে সমান তালে।
তিনি আরও বলেন ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও নির্ভর করছে পুরো বিষয়টি।
তার মতে উইকেটের প্রভাব থাকবে এবারের বিশ্বকাপে। ‘বিরাট কোহলি , বাবর আজম , জস বাটলার এড়াই পার্থক্য গড়ে দিবে।