বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এখন ঢাকায় অবস্থান করছে টিম অস্ট্রেলিয়া। দলে সাথে আসেনি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও ছিঁটকে পড়েছেন দল থেকে। ইনজুরির ফাঁদে উইন্ডিজ সফর থেকেই দেশে ফিরে গেছেন তিনি। সেই করণেই প্রশ্ন ছিলো প্রায় চারবছর পর বাংলাদেশ সফরে এসে দলের অধিনায়কত্ব করবেন কে? কার সাথে দাঁড়িয়ে টস করবে রিয়াদ! এই প্রশ্নের উত্তর মিলেছে ফিঞ্চের জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। সোমবার সকালে এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল:
অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।