টোকিও অলিম্পিকের মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো ব্রাজিল। নিশান স্টেডিয়ামে আইভরিকোস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গেলোবারের চ্যাম্পিয়নরা। দুপুরে, শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিলো ম্যাচ। তবে ১৪ মিনিটেই ব্রাজিল পরিণত হয় দশ জনের দলে। তারপরও ম্যাচ জুড়ে দাপটের সাথেই খেলেছেন ব্রাজিলের ফুটবলাররা। দুই দলই সুযোগ পেয়েছিলো স্কোর করার কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোন দলই।
অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় ব্রাজিলিয়ানরা। তবে আইভোরি কোস্টের বিপক্ষে এই ম্যাচে ড্র করলেও, এখন পর্যন্ত গ্রুপ ডি তে ব্রাজিলই শীর্ষ দল। সমান ৪ পয়েন্ট নিয়ে আইভরিকোস্ট রয়েছে দুই নম্বরে। আর তিনে সৌদি আর চারে রয়েছে জার্মানি।