১৬ মার্চ, ২০২৫, রবিবার

টোকিও অলিম্পিকে তোলপাড়!

Advertisement

দুজন প্রতিযোগি। দুজন বিশ্বের দুই মেরুর। একজন জাপানের আরেকজন ব্রাজিলের। দুজনেরই বয়স মাত্র ১৩ বছর। আর এই বয়সে তারা দুজনে মিলে তোলপাড় সৃষ্টি করেছে টোকিও অলিম্পিকে।

টোকিও অলিম্পিকে এবারই সংযোজিত হয়েছে স্কেটবোর্ডিং। আর উদ্বোধনী আসরেই এই ডিসিপ্লিনে চমক দেখিয়েছেন জাপান ও ব্রাজিলের সেই ক্ষুদে দুই ক্রীড়াবিদ। দুজনেই মাত্র ১৩ বছর বয়সে পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এর মধ্যে স্বাগতিকদের মোমিজি নিশিয়া জিতেছেন সোনার পদক। ব্রাজিলের রাইসা লিলে রুপা জিতে এই ডিসিপ্লিনটার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছেন।

আরিয়াক পার্কে সোমবার স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন মোমিজি। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন রাইসা লিলে। ব্রোঞ্জ পাওয়া স্বাগতিকদের ফুনা নাকাইয়ামার বয়সও বেশি নয়, ১৬ বছর।

১৩ বছর বয়সে সোনা জিতে মোমিজি জাপানের সবচেয়ে কম বয়সী হিসেবে অলিম্পিকে কীর্তি গড়লেন। এছাড়া অলিম্পিক ইতিহাসেও সবচেয়ে কম বয়সী সোনাজয়ীর তালিকায় এই কিশোরির নাম উঠে গেছে। মেয়েদের বিভাগের মতো ছেলেদের পদকও জাপানের করায়ত্তে। হোরিগোমে ইউতো জিতেছেন সোনার পদক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement