১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

ঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

Advertisement

আজ (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই খান (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তখন গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক কালাইকে সকাল সাড়ে ছয়টায় মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন। 

তিনি জানান, নিহত অটোরিকশা চালকের (কালাই খান) বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামে। তিনি হাতেম খানের সন্তান।

ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য কালাই খানের  মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement