১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়াই ঠিক হয়নি : ট্রাম্প

Advertisement

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  আমেরিকান রিপাবলিকান ধারার সংবাদমাধ্যম ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এর বিনিময়ে আমাদেরকে লাখ লাখ কোটি আমেরিকান ডলার খরচ করতে হয়েছে। এছাড়া লাখ লাখ মানুষের জীবন আমরা হারিয়েছি। অতীতে সেখানে যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে কোনো কিছুই ভিন্ন নয়।’

ট্রাম্পের ভাষায়, ‘এটা আরও খারাপ, কারণ যুদ্ধের পর আমাদের সেগুলো পুনর্গঠন করতে হয়েছে। অঞ্চলটি টুকরো টুকরো করা হয়েছে।’

সেখানে আটকে থাকাটা চোরাবালির মতো বলেও মন্তব্য করেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

এদিকে মেক্সিকো ও আফগানিস্তান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দেখুন, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে (মেক্সিকো সীমান্তে) বাইডেন কি করেছে… এই সীমান্তে আফগানিস্তানের মতো পরিস্থিতি বিরাজমান থাকলেও সবচেয়ে খারাপভাবে তা মোকাবিলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্টই জো বাইডেনের চেয়ে বাজেভাবে এই সীমান্ত সমস্যা মোকাবিলা করেননি।’

ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে সেনা ও আমেরিকান নাগরিকদের প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন হতো।

তার ভাষায়, ‘আমি আফগানিস্তানে আমেরিকান সেনার সংখ্যা ২০ হাজার থেকে কমিয়ে ২৫০০-তে নামিয়ে এনেছিলাম। আর এখন তারা বেসামরিক মার্কিন নাগরিক, আফগান দোভাষীসহ অন্য যারা আমাদের সাহায্য করেছিল, তাদের নিরাপদে বের করে আনার আগেই মার্কিন সেনাদের দেশে ফিরয়ে আনলো। আমি ক্ষমতায় থাকলে অন্য সবাইকে আগে বের করে সবার শেষে সামরিক বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতাম।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement