১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

ট্রেনের টিকিট বিক্রি শুরু

Advertisement

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সার্ভার জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৫ মিনিট পর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে।

চলমান বিধিনিষেধ আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) শেষ হচ্ছে। তারপর বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হবে ট্রেন চলাচল। আজ সোমবার (৯ আগস্ট) সকাল থেকে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকেট। আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ১১, ১২ এবং ১৩ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। তবে সার্ভার জটিলতার কারণে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টা ৫ মিনিটে।

কাউন্টারে থাকা এক কর্মকর্তা বলেন, আজ সোমবার (৯ আগস্ট) সকাল আটটায় সার্ভার ওপেন করে টিকিট বিক্রির অর্ডার সাবমিট করেছিলাম। কিছুতেই অর্ডার সাবমিট হচ্ছিল না। তারপর অনেক চেষ্টা করে এক ঘণ্টা পর সকাল ৯টায় সার্ভার জটিলতা কাটিয়ে উঠেছে। তবে এখন সার্ভার জটিলতা কাটিয়ে টিকিট বিক্রি করছি।

আসলাম শিকদার নামে এক ব্যক্তি জামালপুরগামী তিস্তা ট্রেনের ১২ তারিখের টিকিট কাটতে এসেছেন। তিনি বলেন, ভিড় হওয়ার কথা ভেবে সকাল ৫টায় এসে ১৪ নম্বর কাউন্টারে দাঁড়িয়েছে। তারপর ৮টায় কাউন্টার খুলেছে কিন্তু টিকেট দিচ্ছিল না। দায়িত্বরত একজন কর্মকর্তা বলল সার্ভার জটিলতা। তারপর এক ঘণ্টা পাঁচ মিনিট পর (অর্থাৎ ৯টা ৫ মিনিটে) টিকিট পেয়েছি।

ইসরাত জাহান নামে একজন বলেন, আজ ভোর ৬টায় এসে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। সার্ভার জটিলতা কারণে যথা সময়ে টিকিট না পেলেও সার্ভার ঠিক হওয়ার পর পরই টিকিট পেয়েছি। তবে এখন টিকিট হাতে পেয়েছি খুব ভালো লাগছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement