ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজেই ব্যাট হাতে রানে ফিরবেন ভারতের যুবরাজ বিরাট কোহলি এমনটাই ভেবেছিলেন তার ভক্তরা। কিন্তু তা হয়নি উল্টো ডাকের রেকর্ড গড়েছেন তিনি। নটিংহোম টেস্টে জেমস অ্যান্ডারসনের বলে গোল্ডান ডাক মারেন বিরাট। অফস্ট্যাম্পের বল খেলতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দেন বিরাট। আর এই উইকেট পেয়েই অনিল কুম্বলের ৬১৯ তম টেস্ট উইকেটের রেকর্ড স্পর্শ করে অ্যান্ডারসন। আর ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ বার ডাক মারার রেকর্ড গড়েন বিরাট। এখন পর্যন্ত কোন ভারতীয় ব্যাটার এতবার ডাক মারেননি।