১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

ডা. ঈশিতার দুইদিনের রিমান্ড মঞ্জুর

Advertisement

মিথ্যা পরিচয়ে নানান পেশার বেশধারী ইসরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহীদুল ইসলাম দিদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল।

ছয়দিনের রিমান্ড শেষে সোমবার ঈশিতা ও তার সহযোগীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শাহ আলী থানা পুলিশ। এসময় দেখা যায় পুলিশ কর্মকর্তা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ ফরোয়ার্ডিং দাখিল করেন।

গত ২ আগস্ট ঈশিতাকে গ্রেপ্তার পূর্বক মাদক ও প্রতারণার দুইটি পৃথক মামলায় মোট দশদিনের রিমান্ড চায় পুলিশ। পরে শুনানি শেষে মহানগর হাকিম মোঃ আশেক ইমামের আদালত মাদক মামলায় তিনদিন ও প্রতারণার মামলায় তিনদিন মোট ছয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১ আগস্ট সকালে মিরপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সিল, সনদ, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম উদ্ধার করা হয়।

পরদিন র‍্যাব-৪ বাদী হয়ে মিরপুরের শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি মামলা করে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement