২০২০ সালের জুন মাসে বিয়ে করেন পর্ন তারকা মিয়া খলিফা এবং রবার্ট স্যান্ডবার্গ। কিন্তু করোনা মহামারির কারণে তখন তাদের বিয়ের রিসেপশন অনুষ্ঠান করা হয়নি। করোনার প্রকোপ কমে যাওয়ার পর খুব ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল তাদের। বিশ্বে তাক লাগানো এই বিয়ের শেষ পরিণতি দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু চাঞ্চল্যকর কিছু ঘটার আগেই বিচ্ছেদের ঘোষণা করলেন মিয়া।
২২ জুলাই মিয়া ইনস্টাগ্রামে নিজেদের বিচ্ছেদের কথা প্রকাশ করে জানিয়েছেন যে, তাঁরা দুজনেই একসঙ্গে থাকতে চেষ্টা করেছেন ঠিকই; কিন্তু তাঁদের মধ্যে মতবিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে একে অপরের বিরুদ্ধে কাঠগড়ায় না দাঁড়িয়ে, মনে তিক্ততা না রেখে আলাদা হয়েছেন মিয়া এবং রবার্ট।
একসাথে থাকার সময় নানা ভাবে এই দম্পতি তাদের অন্তরঙ্গ প্রেমের কথা নেটমাধ্যমে প্রকাশ করতে ভুলতেন না। সম্পর্কে থাকাকালীন তার ‘কাপল গোলস’ দিতেন প্রতিদিন। তাঁদের দাম্পত্যের যাত্রা শেষ হলেও বন্ধুত্বের যাত্রা এখনও অব্যহত।