২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

ডেঙ্গুতে আরও ৮৭জন হাসপাতালে ভর্তি

Advertisement

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এই রোগে মৃত্যু হয়েছে আরও ৯৮ জনের।

শনিবার ২৭ নভেম্বর বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৭ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৭৮ জন রোগী। এ সময়ে ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement