ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও বাফুফের হেড অব ইয়ুথ মোস্তফা আনোয়ার পারভেজের শিশু সন্তান রাহিল শাহরিয়ারের। বেশ কয়েকদিন হলো শিশুটি ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেো। পারভেজ বাবু তার মৃত সন্তান ও ডেঙ্গুতে আক্রন্ত হওয়া বড় সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
কে-স্পোর্সকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, গতকাল (মঙ্গলবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় রাজধানীতে একটি হাসাতালে ভর্তি করা হয় ৫ বছর বয়সী সাহিল শাহরীয়ারকে। পরে চিকিতসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। আজ (বুধবার) ২৮ জুলাই টাংগাইলে গ্রামের বাড়ীতে শিশুটির দাফন সম্পর্ন হয়।
ফুটবল ফেডারেশনের হেড অব এলিট ইয়ুথ মোস্তফা আনোয়ার পারভেজের শিশু পুত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।