তামিম-মুশফিক খেলছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দুজনেরই না খেলার কারন জানা রয়েছে। তবে হঠাত করেই বিসিবির ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান জানালেন লিটন খেলছেন না অস্ট্রেলিয়া সিরিজে। তার কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু গণমাধ্যমে বলেছেন এই সিরিজে খেলবেন লিটন।
কোনটা ঠিক আর কোনটা বেঠিক, সে হিসেবে না যেয়ে গণমাধ্যম ছুঁটেছে কারণের পেছনে, আসলে কোন কারণে লিটন খেলতে চাইছেন না অস্ট্রেলিয়া সিরিজে? এই প্রশ্নে উত্তর পেতে যখন মড়িয়া গণমাধ্যম ঠিক তখনই বিসিবির আরেক বোর্ড পরিচালক ও দলের টিম লিডার সাজ্জাদুল আলম ববি গণমাধ্যমে জানালেন লিটনের না খেলতে চাওয়ার কারণ।
লিটনের শ্বশুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতেই দলের সাথে না ফিরে একা একাই দেশের ফ্লাইট ধরেছেন লিটন কুমার দাস। মঙ্গলবার, ঢাকায় পৌছেই চলে যাবেন শশুরের পাশে থাকতে। যেহেতু তিনি দেশে ফিরে জৈব সুরক্ষা বলায়ের বাইরে চলে যাবেন তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।
এ ব্যাপারে গণমাধ্যমে টাইগারদের টিম লিডার ববি বলেন, লিটনের শ্বশুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্ল্যাটিলেট কমে গেছে। এই মূহুর্তে লিটনের স্ত্রী একাই বাবার পাশে রয়েছেন। লিটনের শশুরের পরিবারের সবাই বর্তমানে দিনাজপুরে অবস্থান করছে, তাই বাধ্য হয়েই লিটনকে শশুরের পাশে থাকতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার ঢাকা পৌঁছাবেন লিটন।