১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাল পিবিআই

Advertisement

ঢাকার দুই সিটি করপোরেশনের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিজ কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

আজ শনিবার ২ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে সব ইউনিটে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু ইউছুফ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পরামর্শ অনুযায়ী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশক্রমে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

এদিন ঢাকাসহ সারাদেশের পিবিআই এর বিভিন্ন ইউনিটে অফিস কক্ষ, পিবিআই সদস্যদের বাসস্থান, ব্যারাক ও সংলগ্ন আঙিনা, পাশ্ববর্তী ড্রেন ও নিচু জায়গাসমূহ এবং মশা সৃষ্টি হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। মশার ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্নতা অভিযানকে বেগবান করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement