বৃহস্পতিবার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে মোবাইল কোর্টে হওয়া ১৩টি মামলায় ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে বলেন, ডিএনসিসির ২ নং অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে মোট ৫ মামলা থেকে ২২ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টের ৫ মামলায় ১ লাখ ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া উত্তর সিটি করপোরেশনের ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে হওয়া ৩টি মামলা থেকে ৪০ হাজার টাকা এভাবে মোট ১৩টি মামলা থেকে ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তাজুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযানের পাশাপাশি, মাইকিং করেও জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। ।