১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

ডেঙ্গু কেড়ে নিল সাংবাদিকের একমাত্র সন্তানের প্রাণ

Advertisement

এটিএন নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও সিনিয়র সাংবাদিক সারওয়ার হোসেনের একমাত্র সন্তান শাবাব ডেঙ্গুতে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাবাবের বয়স ছিল ১০ বছর। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর খান জানান, বুধবার রাতে স্কয়ার হাসপাতালে শাবাব শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও এটিএন নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সারওয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাবের অকাল মৃত্যুতে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শাবাব গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে মস্তিস্কে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। সেদিনই তাকে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র-পিআইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার শাবাবকে লাইফ সাপোর্ট দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা যায়নি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement