১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

আরও ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

Advertisement

প্রাণঘাতী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।

আজ বুধবার বিকেলে এই তথ্য জানানো হয়েছে, সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১০ আগস্ট সকাল ৮টা থেকে আজকে সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১৩ জন ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।


এ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৪১ জনসহ অন্যসব বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৫ হাজার ১৯২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্য একইসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন রোগী।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং ডেঙ্গুজনিত কোনো মৃত্যু বলে নিশ্চিত করেনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement