৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

২৪ ঘন্টায় দেশে রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

Advertisement

দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৯ জনের দেহে প্রাণঘাতী ডেঙ্গু শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।

আজ মঙ্গলবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৩০৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৩ জন। এ পর্যন্ত বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৬৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫১০ জন রোগী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement