১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

এডিসের লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

Advertisement

শুক্রবার ছুটির দিনেও ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন -ডিএসিসি। আজ দক্ষিণ সিটির ৩০ নং ওয়ার্ডে অভিযান পরিচালনাকালে একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা বংশ বিস্তার নিয়ন্ত্রণে শুক্রবার অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নং ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়। এ সময় দেবিদাস ঘাট লেনের একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ওই বাসার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর সাংবাদিকদের বলেন, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা সব ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে। এছাড়াও আমরা মসজিদের ইমামদের এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement