সম্প্রতি বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারণে হেড কোচ রাসেল ডোমিঙ্গকে সরিয়ে নতুন কোচ খুজছিলো বাংলাদেশ কিন্তু শেষ কয়েক সিরিজে দলের পারফরমেন্স দুর্দান্ত। তাই নতুন কাওকে আর কোচের দায়িত্ব দিতে চাইছে না বিসিবি। আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি মেয়েদ বড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসি।
বোর্ড সূত্র থেকে জানা গেছে, ডমিঙ্গোর সাথে চুক্তির মেয়াদ বাড়ছে। দুই পক্ষের আলোচনা এখন প্রায় শেষর পথে, খুব দ্রুত দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
গেল দুই বছর বাংলাদেশ দলকে যেভাবে গুছিয়ে এনেছেন ডমিঙ্গো, তারই পুরস্কার হিসেবেই ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ডোমিঙ্গো।