রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট দলের হোড কোচ। বিসিবির সাথে তার চুক্তির মেয়াদ ২০২১ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু হুট করেই গুঞ্জন উঠেছে তার সাথে মেয়াদ বাড়াবে বিসিবি, তাকে টাইগারদের কোচ হিসেবে রেখে দেওয়া হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এমন সংবাদের জবাবে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমা বলেছেন হেড কোচের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
পাপন বলেন, এখনও আমরা এই সিদ্ধান্ত ডোমিঙ্গোকে জানানো হয়নি। এ নিয়ে নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কয়েকজনের সাথে কথা বলেছি। আরও অনেকের সাথে বলতে হবে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিসিবি সভাপতি আরও বলেন, ‘ আমরা সম্ভবত ওকে এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে। আপাতত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি নবায়নের কথা ভাবছি আমরা।